Header Ads

বন্যার জলবন্দি গ্রামবাসীদের সুরক্ষার্থে অভয়া পুরী - যোগীঘোপা সেকশনে ট্রেন ধীরগতিতে চালানো হবে


নয়া ঠাহর প্রতিবেদান,গুয়াহাটি। একনাগাড়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে গোয়ালপাড়া যোগিঘোপা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বন্যার জল ক্রমশ বাড়ছে তার ফলে গ্রামবাসীরা এখন রেল বাঁধে এসে আশ্রয় নিয়েছেন। গত কয়েকদিন ধরে অজস্র মানুষ তাদের আবশ্যিক সামগ্রী আর গবাদি পশু সহিত আশ্রয় নিয়ে আছেন  গোয়ালপাড়া যোগিঘোপা সেকশনের রেল বাঁধে। জলমগ্ন মানুষদের কাছে উঁচু জায়গায় এসে আশ্রয় নেওয়ার মতো একমাত্র জায়গা এখন এই রেল বাঁধ। এ বিষয়টি কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ গোয়ালপাড়া যোগিঘোপা ট্রেন রেলওয়ে কেএম২৫ থেকে কেএম ৩০ পর্যন্ত রেলের গতি সীমাবদ্ধ করার নির্দেশ দিয়েছেন ।সেইজন্য এই ট্রেনগুলো এই সেকশনে নির্ধারিত এই গতিতে চলাচল করছে ।এই সেকশনে ট্রেন চালানো সমস্ত চালককে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এই সেকশনে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার সময় অনবরত হুইসেল বাজিয়ে যেতে থাকেন ।এতে করে এখানে আশ্রয়গ্রহণকারী লোকজন আর তাদের গবাদিপশুর যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। উল্লেখ্য যে নিম্ন আসামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির ফলে সড়ক পথে যান বহন চলাচল ব্যাহত হয়েছে ।এমন অবস্থায় গুয়াহাটি যথাযত করতে চান যে সব যাত্রী তাদের সুবিধার জন্য প্রতি লক্ষ্য রেখে বেশ কয়েকটি ট্রেনে যেসব ট্রেনে প্রচুর মানুষ যাওয়া আসা করেন অতিরিক্ত কামরা দেওয়ার ব্যবস্থা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.