Header Ads

অসম-নাগাল্যান্ড সীমান্তে গ্ৰেফতার এনএসসিএন (আইএম) এর এক কেডার


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ এনএসসিএন (আইএম) এর সেলফ স্টাইল মেজর পুলিশের কাছে গ্ৰেফতার হল। অসম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্ৰদেশে সন্ত্ৰাস চালাচ্ছিল নিষিদ্ধ সংগঠনটির এই ক্যাডার। রবিবার ভোররাত সাড়ে ৩ টে নাগাদ  সেনা, পুলিশ এবং অসম রাইফেলস-এর যৌথ অভিযানে ধরা পড়ে ক্যাডারটি। 

গোপন খবর পেয়ে সেনা, অসম রাইফেলস এবং অসম পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছিল। সেই অভিযানে জালে আসে এই সংগঠনটির এই সদস্য। ক্যাডারটির পরিচয় সেলফ স্টাইল মেজর অনোক ওয়াঙসা বলে সনাক্ত হয়েছে। ওয়াংসা লংডিং-চড়াইদেও-মন অঞ্চলের এরিয়া কমান্ডার ছিল। ওয়াংসা যেখানে থাকতো নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি চালায়। সেখানে বিপুল পরিমাণের অস্ত্ৰশস্ত্ৰ, একটি একে ৫৬ রাইফেল, বেশ কয়েকটি পিস্তল এবং ৫ লাখের ও বেশি নগদ অৰ্থ পাওয়া গেছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.