বাংলার উত্তরাংশে বৃষ্টিতে প্রবল দুর্যোগে মৃত ১, ফুঁসছে তিস্তা-তোর্সা-রায়ডাক
বিশ্বদেব চট্টোপাধ্যায় : রবিবারও কলকাতা দক্ষিণ বঙ্গের বিভিন্ন অংশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছিল। আর সর্বনিম্ন ছিল ২৯ ডিগ্রি। আর এমন হাঁসফাসের গরমের ছবি যেমন বাংলার একাংশে উঠে আসছে, তেমনই আবার উত্তরবঙ্গের ছবিটা ঠিক উল্টো। উত্তরবঙ্গে ক্রমেই ফুঁসছে একাধিক পাহাড়ি নদী। আর তাতেই আবহাওয়া নিয়ে আশঙ্কার মেঘ জমছে !
নেপালে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। অসমের বন্যা পরিস্থিতিও সংকটজনক। এরমধ্যে উত্তরবঙ্গে লাগাতার ভারী বর্ষণ শুরু হয়ে গিয়েছে। অতিবৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের জলঢাকা, রায়ডাক, তিস্তা, তোর্সা, মানসাই। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে বলে খবর। ফুঁসছে সঙ্কোশ, কালজানি, করোলা নদীও।
উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তায় জল দাঁড়ানোর ফলে গর্তে পা ঢুকে গিয়ে মৃত্যু হয়েছে এক বছর ৪০ এর ব্যক্তির। ঘটনার ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘিরে ব্যাপক আতঙ্ক গ্রাস করেছে এলাকায়। ইতিমধ্যেই বৃষ্টির তোড়ে ভাসতে শুরু করেছে,দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার।
উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বর্ষণের ফলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। অতিবৃষ্টিতে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ময়দানে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।










কোন মন্তব্য নেই