Header Ads

রাজ্যের বন্যা পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে সমস্ত ধরনের সাহায্য করবে: অমিত শাহ


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে টেলিফোনিক বার্তালাপ করে রাজ্যের সর্ব শেষ বন্যা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত ভাবে অবগত  করান। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে বলেন যে বন্যার ফলে ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকটি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে ।এই পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য প্রশাসন ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা  গ্রহণ করেছে বলে তিনি জানান। বন্যা পীড়িতদের সাহায্যের উদ্ধার অভিযানে প্রশাসনকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করা।ছাড়াও এই অভিযানে নিজেকে সক্রিয়ভাবে জড়িত হওয়ার জন্য রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী ,সাংসদ, বিধায়ক, তথা জনপ্রতিনিধি সকলকে আহ্বান জানানো হয়েছে বলেও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে অবগত করান। এছাড়াও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে বলেন যে বন্যার সর্বশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য  ২৪,x৭ ঘন্টা বন্যা নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে ,এবং সরকারী সমস্ত আধিকারী এবং কর্মচারীদের বন্যায় আবদ্ধ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা করার কথা বলা হয়েছে। এই বার্তা লাপের সময় কেন্দ্রীয় গৃহ মন্ত্রী বন্যার পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে আসাম সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.