Header Ads

এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম মাউলিননংঙে বন্যার ভ্রুকুটি

নয়া ঠাহর প্রতিবেদন: এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম মাউলিননংঙে বন্যার ভ্রুকুটি। সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে মেঘালয়ার এই ছোট্ট গ্রামে। গ্রামের আবর্জনার স্তুপ জমা করা হয় বাঁশের ঝুড়িতে। ধূমপান ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ মাউলিননংঙে। এবার  এই গ্রামই বন্যার কবলে । 
গত কয়েকদিনের প্রবল বৃষ্টির  জেরে গ্রামের নদীতে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। যার জেরে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জীবন্ত গাছের শিকড়ের সেতুতে। এই সেতু দেখতেই সারা বছর পর্যটকদের ঢল নামে মাউলিননংঙে। এবার কিছুটা হলেও নিরাশ হয়েই ফিরতে হচ্ছে পর্যটকদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.