Header Ads

গুয়াহাটির ১৯টি পাহাড় ও ৩৬৬টি এলাকা ভূমিস্খলন সম্ভব সম্ভবনাময় অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে



নয়া ঠাহর প্রতিবেদন,,গুয়াহাটি ।বিগত কয়েকদিন  ধরে বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে  বেশ কয়েকটি ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে।এই ভূমিস্খলনের ফলে  মৃত্যু মুখে পতিত হয়ে আহত হয়েছে বেশ কয়েকজন।
জিলা উপায়ুক্ত বিশ্বজিৎ পেগু জানান যে নগরের সাতটি এলাকাতে ভূমিস্খলন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সাতটি এলাকা হলো নুনমাটি,চুনসালি,খারগুলি,ফাটাশীল, হেরেঙ্গা বাড়ি,নারঙ্গী,ও জোরাবাট।
উল্লেখনীয় যে প্রশাসন শহরের একুশটা অঞ্চল বান প্রবণ অঞ্চল হিসাবে চিহ্নিত করেছে । এই একুশটা অঞ্চল হলো অনিল নগর, নবীনগর, শ্রীনগর, তরুণ নগর ,রোড জু রোড ,ওদালবাকরা, ভিআইপি রোড, নারাঙ্গী ,জয়ানগর, হাতিগাও, দক্ষিণগাঁও ,কাহিলিপারা, লাচিত নগর , রাজগড় রোড ,বিটি কলেজ রোড,পান্ডু, ছাত্রী বাড়ি, ল্যাম্ব রোড ,চাঁদমারী,ফাটাশীল,আর পূর্ব শরনীয়া। ওদিকে কামরূপ জেলা দুর্যোগ প্রশমন প্রাধিকরণ  নগরের ১৯ টা পাহাড় ও ৩৬৬ টা ভূমিস্খলন সম্ভবনাময় অঞ্চল চিহ্নিত করেছে। ইতিমধ্যে এই স্থানের লোকেদের প্রশাসনের তরফ থেকে সতর্কবাণী প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.