Header Ads

পান্ডুর বন্যাক্রান্ত লোকেদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করলো ভারত সেবাশ্রম সংঘ


গুয়াহাটি নয়া ঠাহর প্রতিবেদন.গুয়াহাটি। নগরের পান্ডু এলাকাতে বন্যাক্রান্ত লোকেদের মাঝে হাইজিন সামগ্রী বিতরণ করলো ভারত সেবাশ্রম সংঘ  (পাণ্ডু টেম্পলঘাট) পান্ডুর  নব যুবক সংঘের সহযোগিতায় এদিন উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রন সংঘ শিলংয়ের স্বামী  পূর্নব্রতানন্দ মহারাজ , কাঞ্চন মহারাজ ও ভারত সেবাশ্রমের সদস্যরা। উল্লেখ্য যে পান্ডুর প্রায় ১০০পরিবার বন্যাতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে বন্যার জল কমে গেছে কিন্তু এলাকাতে বেশিরভাগ ঘরেকাদা ও  জল জমে রয়েছে। ফলে মশা ও সাপের উপদ্রব বেড়ে গেছে।তবে ভারত সেবাশ্রম আগামী দিনেও এলাকাতে হাইজিন সামগ্রী বিতরণ করবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.