হল না আস্থা ভোট, কুমারস্বামী অগ্রাহ্য করলেন রাজ্যপালের চিঠি
নয়া ঠাহর প্রতিবেদন : শুক্রবার গোটা দিনে কর্ণাটক বিধানসভায় নেওয়া হল না আস্থা ভোট। কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা দুই-দুইবার আস্থা ভোট নেওয়ার জন্য চিঠি পাঠালেও তা ভাবলেনই না মুখ্যমন্ত্রী কুমারস্বামী । উল্টো রাজ্যপালের দ্বিতীয় চিঠির পর কুমারস্বামী শিবিরের বক্তব্য, বিধানসভা ও বিধানসভা অধ্যক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারেন না রাজ্যপাল । খোদ কুমারস্বামীর মন্তব্য, দ্বিতীয় প্রেমপত্রে তিনি আঘাত পেয়েছেন।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর পরে বলেন, তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন । এই নিয়ে দুটি কারণও ব্যাখ্যা করেন তিনি । পরমেশ্বর বলেন, দলের বিধায়কদের উপর হুইপ জারি করার অধিকার রয়েছে যে কোন দলের । এই অধিকার কোন আদালতই কাড়তে পারে না। দ্বিতীয় কারণ হিসাবে পরমেশ্বর বলেন, রাজ্যপাল কখনই বিধানসভা অধিবেশন চলাকালীন আস্থা ভোট কখন হবে তার সময়সীমা বেঁধে দিতে পারেন না।
কর্ণাটক বিজেপি -র প্রধান বি এস ইয়েদুরাপ্পা তাড়াতাড়ি আস্থা ভোট নেওয়ার দাবি জানানোর পর,কুমারস্বামী বলেন,এত তাড়া কিসের । আপনারা না হয় দুদিন পর সরকার গড়বেন।
আপাতত,বিধানসভা অধ্যক্ষ কে আর রমেশ দুদিনের জন্য বিধানসভা অধিবেশন মুলতুবি ঘোষণা করেছেন । যার মানে দাঁড়াচ্ছে সোমবারের আগে আর বিধানসভা অধিবেশন বসছে না।









কোন মন্তব্য নেই