এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বন্যাক্রান্ত লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আই ও অক্ষয় পাত্র সহযোগিতায় বন্যার ত্রাণ সামগ্রী শাকসবজি এবং পানীয় জল বিতরণ করে বিভিন্ন বিভিন্ন গোহাটি এয়ারপোর্ট এর আশেপাশে সামগ্রী বিতরণ করা হয় যদিও লোকদের কাছে যেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে লাগছে কারন রাস্তাঘাট খারাপ থাকার ফলে গাড়ি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়নি অনেক জায়গায় গাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি এয়ারপোর্ট অথরিটি সদস্যরা ছাড়াও বিভিন্ন এলাকা তে জেমন জামালপুর ব্লক পলাশবাড়ী মাঝিরগাঁও কামরূপ জেলার বিভিন্ন এলাকা তে এয়ারপোর্টে আশেপাশে এলাকাগুলিতে স্বেচ্ছাসেবকের কর্তব্য করছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইন্ডিয়া নর্থইস্ট রেগিয়ন এর কর্মীরা বেতন অনুদান দেবেন বলেও তিনি জানান এয়ারপর্ট অথরিটি সমস্ত ইউনিয়ন এবং কর্মীরা বর্তমানে সক্রিয় ভাবে বন্যা আক্রান্ত লোকদের রিলিফের কাজে সহযোগিতা করছে।









কোন মন্তব্য নেই