Header Ads

জনতা ভবনে এক বৈঠকে রাজস্ব বিভাগের সমস্ত কাজকৰ্ম খতিয়ে দেখলেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ 
শুক্ৰবার জনতা ভবনে এক বৈঠকে রাজস্ব বিভাগের কাজকৰ্ম খতিয়ে দেখেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। মুখ্যমন্ত্ৰীর নিৰ্দেশে খুব শীঘ্ৰই রাজস্ব বিভাগ জমি নথি ঠিকঠাক করার জন্য পাইলট প্ৰজেক্টের কাজ শুরু হবে। পরে গোটা রাজ্য চলবে এই প্ৰক্ৰিয়া। জমি সংক্ৰান্ত জট খুলতে প্ৰত্যেক গ্ৰামের পাট্টার জমির মালিকদের পৃথকভাবে পাট্টা দেওয়া হবে, আধার কাৰ্ডের সঙ্গে জমির নথিপত্ৰ সংযোগ করা হবে। রাজ্যের বিভিন্ন গ্ৰামে যেসমস্ত জমির মাপ নেওয়া হয়নি সেইসব মাটি জমির মাপ যোখ খুব শীঘ্ৰই নেওয়া হবে। সাৰ্কেল অফিস থেকে এই সমস্ত কাজ দেখাশুনা করা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.