ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উপদেষ্টার দাবি ঘিরে কাশ্মীর নিয়ে ফের জল্পনা
নয়া ঠাহর প্রতিবেদন : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সঙ্গে নিয়ে বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাছে সাহায্য চেয়েছেন। কাশ্মীর সমস্যায় তিনি মধ্যস্থতা করতে রাজি। ট্রাম্পের এই বক্তব্যের পরই ঝড় উঠেছিল ভারতীয় রাজনীতিতে। মোদীর সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা ।
বিদেশমন্ত্রক অবশ্য তখনই জানিয়ে দিয়েছিল, এই ধরনের সাহায্য মোদী কখনই চাননি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, আমি সবাইকে আশ্বস্ত করে বলতে পারি প্রধানমন্ত্রী মোদী মার্কিন রাষ্ট্রপতির কাছে এই ধরনের কোনও সাহায্য চাননি ।
ভারতের বিদেশমন্ত্রীর বয়ানের পরই প্রশ্ন ওঠে, তবে কি মিথ্যে বলেছেন ট্রাম্প? এই বিষয়ে ফের মন্তব্য করেন ট্রাম্পের কূটনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো। তিনি বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি কোন কিছুই বানিয়ে বলেন না। এক্ষেত্রেও নিশ্চয়ই আবেদন করা হয়েছিল। না হলে ট্রাম্প কেন নিজে থেকে কাশ্মীরের মতো একটা বিষয়ে মধ্যস্থতা করতে রাজি হবেন । ল্যারি কাডলোর এই মন্তব্যের জেরে ফের কিছুটা থিতু হওয়া পরিস্থিতি ফের চাগার দিয়ে উঠতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।









কোন মন্তব্য নেই