দেশের ধৰ্মের অপব্যবহার করে অসহিষ্ণুতার বিরুদ্ধে কাৰ্যকরী পদক্ষেপের দাবিতে প্ৰধানমন্ত্ৰীর উদ্দেশ্যে বিদ্বজ্জনদের চিঠি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দেশে দিন কে দিন অসহিষ্ণুতার পরিবেশ ছড়িয়ে পড়ছে। ধৰ্মীয় শ্লোগান ‘জয় শ্ৰীরাম’ ধ্বনির অপব্যবহারের একাধিক ঘটনা ঘটছে। একাংশ উগ্ৰধৰ্মীয় মানুষ এই ধ্বনি ব্যবহার করে একাধিক আক্ৰমণ, গণপ্ৰহারের ঘটনা ঘটাচ্ছে। এই হিংসাত্মক আক্ৰমণের বিরুদ্ধে কাৰ্যকরী পদক্ষেপ নেওয়ার আৰ্জি জানিয়ে প্ৰধানমন্ত্ৰীর উদ্দেশ্যে চিঠি পাঠালেন সমাজের বিদ্বজ্জনেরা।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রামচন্দ্ৰ গুহ, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, আশিস চট্টোপাধ্যায়, সৌমিত্ৰ চট্টোপাধ্যায়, অপৰ্ণা সেন, রূপম ইসলাম, পরমব্ৰত চট্টোপাধ্যায়, অনুপম রায়, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, কৌশিক সেন, ঋদ্ধি সেন, শোভা মুদগল সমেত দেশের আরও বহু প্ৰখ্যাত বুদ্ধিজীবী।
এদিকে বিজেপি নেত্ৰী লকেট চট্টোপাধ্যায় বলেন- যারা ‘জয় শ্ৰীরাম’ বলে মার খাচ্ছেন তাদের জন্য কেন বুদ্ধিজীবীরা চিঠি লিখছেন না। চিঠি লিখলে উভয় পক্ষের জন্য লেখা উচিত। অভিনেত্ৰী অগ্নিমিত্ৰা পাল বলেন- পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অসহিষ্ণুতার পরিবেশ।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রামচন্দ্ৰ গুহ, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, আশিস চট্টোপাধ্যায়, সৌমিত্ৰ চট্টোপাধ্যায়, অপৰ্ণা সেন, রূপম ইসলাম, পরমব্ৰত চট্টোপাধ্যায়, অনুপম রায়, গৌতম ঘোষ, অঞ্জন দত্ত, কৌশিক সেন, ঋদ্ধি সেন, শোভা মুদগল সমেত দেশের আরও বহু প্ৰখ্যাত বুদ্ধিজীবী।
এদিকে বিজেপি নেত্ৰী লকেট চট্টোপাধ্যায় বলেন- যারা ‘জয় শ্ৰীরাম’ বলে মার খাচ্ছেন তাদের জন্য কেন বুদ্ধিজীবীরা চিঠি লিখছেন না। চিঠি লিখলে উভয় পক্ষের জন্য লেখা উচিত। অভিনেত্ৰী অগ্নিমিত্ৰা পাল বলেন- পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি অসহিষ্ণুতার পরিবেশ।








কোন মন্তব্য নেই