Header Ads

কাবুলে ফের বিস্ফোরণ, মৃত ১৬, আহত প্ৰায় ১০০

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মাত্র সপ্তাহ দুই আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘটে গিয়েছিল গ্রেনেড   বিস্ফরোণ,যার জেরে প্রাণ গিয়েছিল সাত জনের । সোমবার সকালে সেই কাবুলেই ফের ঘটল বিস্ফোরণ । শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ১৬ জন। আহতের সংখ্যা প্রায় ১০০। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে । আহতদের মধ্যে ২৬ জন শিশু ও ৫ জন মহিলা বলে জানা গেছে ।

তালিবান এই বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে । জঙ্গিদের লক্ষ্য ছিল কাবুলের স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর । জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জারি রয়েছে আফগান সেনার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.