চালু হল গুয়াহাটি-ঢাকা বিমান পরিষেবা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল সোমবার বরঝাড় বিমান বন্দরে গুয়াহাটি থেকে বাংলাদেশের ঢাকা গামী ফ্লাইটের শুভ উদ্বোধন করলেন।
এই পরিষেবা ভারত সরকারের আন্তৰ্জাতিক বায়ু যোগাযোগ প্ৰকল্পের অন্তৰ্গত (আইএসিএস)। স্পাইসজেট এর বিমান প্ৰতিদিন ১১ টা ৫৫ মিনিটে বরঝাড় বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে টেক অফ করবে। ৫৫ মিনিটের মধ্যে বিমানটি বাংলাদেশের ঢাকার বিমান বন্দরে ১ টা ২০ মিনিটে অবতরণ করবে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিবি বিমান বন্দরে বাংলাদেশের অ্যাসিস্টেন্ট হাই কমিশনার শাহ মাহমুদ তনভির, অসমের পরিবহণ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারী, শিক্ষামন্ত্ৰী সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য, সেচমন্ত্ৰী ভবেশ কলিতা এবং পশ্চিম গুয়াহাটির বিধায়ক রমেন্দ্ৰ নারায়ণ কলিতা প্ৰমুখ উপস্থিত ছিলেন। এদিন গুয়াহাটি-ঢাকা বিমান পরিষেবার উদ্বোধন করে মুখ্যমন্ত্ৰী বলেন- খুব শীঘ্ৰই মালয়শিয়া এবং ব্যাঙ্ককেও বিমান পরিষেবা চালু করা হবে।










কোন মন্তব্য নেই