Header Ads

শোভন কি বিজেপির পথেই ! হঠাৎ তাঁর দিল্লি যাত্রায় দলবদলের জল্পনা তুঙ্গে !!



বিশ্বদেব চট্টোপাধ্যায়

মেয়র ও মন্ত্রী পদ থেকে শোভনকে সরিয়ে দেওয়ার পর থেকেই জল্পনার পারদ চড়ছিল। লোকসভা নির্বাচনের পরও মাঝেমধ্যেই সেই জল্পনা বাড়ছে। লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর পুরনো সঙ্গীদের ফের ফিরে পেতে চেষ্টা করছেন, তখনই শোভনের বিজেপি যোগ-জল্পনা ফের মাথাচাড়া দিয়ে উঠল।
ছবি, সৌঃ ফেসবুক

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রিয় কাননের কাছে দূত পাঠিয়েছিলেন। কাননকে ফের তিনি দলে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন। কিন্তু শোভন চট্টোপাধ্যায় দিদির সেই বার্তায় আদতে কর্ণপাত করবেন কি না, তেমন কোনও ইঙ্গিত মেলেনি। তাঁর এই নীরবতাই ফের বিজেপি যোগের জল্পনা ভাসিয়ে দিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে।
কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রিত্ব থেকে শোভন চট্টোপাধ্যায় ইস্তফা দেন এ বছরের গোড়ায়। তারপর থেকে তিনি দলের কোনও কর্মসূচিতে যোগ দেননি। স্বাভাবিক কারণেই তখন প্রশ্ন উঠে যায়, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে পা বাড়িয়ে রেখেছেন। লোকসভা নির্বাচনে শোভন ও তাঁর বান্ধবী বৈশাখীকে প্রার্থী করা হতে পারে বলে রটনাও প্রচার হতে শুরু করে।
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। তখন ফের দুজনের বিজেপি যোগ নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করে। বৈশাখী জানান, তিনি ব্যক্তিগত কারণে গিয়েছিলেন দিল্লিতে। কিন্তু শোভন চট্টোপাধ্যায় কেন গিয়েছিলেন দিল্লি, তা জানা নেই তাঁর।
সূত্রের খবর, সম্প্রতি বিজেপির সংগঠনের দায়িত্বে থাকা রামলালের সাথে শোভন ও বৈশাখীর কথা হয়েছে। সেই বৈঠকে অন্যান্য নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করিয়ে দেন রামলাল। তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয় বলে জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। তবে বিজেপি এই ধরনের বৈঠকের কথা অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.