Header Ads

টালিগঞ্জের একঝাঁক তারকা বিজেপি-তে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, মৌমিতা গুপ্ত, রূপা ভট্টাচার্য, দেবরঞ্জন নাগ, অরিন্দম হালদার  ( লামা ),বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, সৌরভ চক্রবর্তী, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় সহ ১২ জন টলিউড তারকা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে  সামিল হলেন বিজেপি -তে। দিল্লিতে বিজেপি -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়ের উপস্থিতিতে এঁরা যোগ দেন গেরুয়া শিবিরে । এঁদের যোগদানের ফলে টলিউডে ভালই জাঁকিয়ে বসল গেরুয়া শিবির বলে ওয়াকিবহালদের মতামত । বাংলার শিল্পীদের যোগদানের পর বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বাংলার শিল্পীদের কাজ সারা বিশ্বের সমাদৃত । আর আজ তাঁরা বিজেপিতে যোগ দিলেন । বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবার অবগত হওয়া উচিৎ ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল


  পার্নো মিত্র গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে । তৃণমূল নয় , সেই খামতি বিজেপি -ই পূরণ করতে পারবে। পার্নো আরো বলেন, ফেসবুক, ট্যুইটার নয় , তিনি মাঠে নেমে রাজনীতি করতে চান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.