Header Ads

আরপিএফএর নির্যাতনের শিকার হলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজীর সহিত ৮ তীর্থযাত্রী



নয়া ঠাহর প্রতিবেদন ,কলকাতা।রেল সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ এর নির্যাতনের শিকার হলেন অমরনাথ দর্শন করে ফেরা  তীর্থযাত্রীর একটি দল।এদের মধ্যে ভারত সেবাশ্রমের স্বামীজীও রয়েছেন। উল্লেখ্য যে অমরনাথ দর্শন করে বৃহস্পতিবার ফিরছিলেন ৯ জনের একটি দল এই দলে ছিলেন দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর কলেজের অধ্যক্ষ জিতেন চাকি এবং তার স্ত্রী ও ভারত সেবাশ্রম সংঘের উত্তর দিনাজপুরের কলিয়াগঞ্জ শাখার স্বামীজী জ্যোতির্ময়ানন্দ। এ প্রসঙ্গে স্বামীজী জানান যে তারা জম্বু তাওয়াই হামসফর এক্সপ্রেসের বাতানুকূল থ্রি টিয়ার কামরা করে শিয়ালদহ ফিরছিলেন। পিএনার নম্বর ২৩৬৪৭২৬৭৫১ ।তাদের ৬ জনের সিট ছিলে কামরার একই দিকে । অন্যদিকে তিনজনের সিট  ছিল কামরার অন্যদিকে ।তীর্থ যাত্রীরা সবাই একসাথে ছয়টি আসনে বসে গল্প করছিলেন। বাকি তিনটি আসন খালি ছিল ।পরে বিকেলের দিকে বিশ্রামের জন্য তিনজন কামরার অন্যদিকে নিজেদের সিটে  যান। সেখানে গিয়ে দেখেন যে চারজন ভদ্রমহিলা তাদের সিট দখল করে বসে আছে ।তীর্থযাত্রীরা যখন মহিলাদের  তাদের সিট ছাড়তে বলেন তখন তর্কাতর্কি শুরু হয়ে যায়।তীর্থ যাত্রীর দলটি ঝগড়া না বাড়িয়ে মহিলাদের তাদের সিটটি ছেড়ে দেন।

     

কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়নি ট্রেন যখন লখনউ পৌঁছায় রাত বারোটার সময় তখনএক ব্যক্তি  ওই চার ভদ্রমহিলার স্বামী  এবং রেলের উচ্চ আধিকারী  বলে নিজের পরিচয় দিয়ে কয়েকজন আরপিএফর সাথ  কামরাতে উঠে এবংতীর্থ যাত্রীদের  ট্রেন থেকে  সবাইকে টেনে নিচে নামিয়ে মারধর করা শুরু করেন ।এই দলের মধ্যে দুজন বয়স্ক ভদ্রমহিলাও ছিলেন তারাও বাদ যাননি। তাদের জিনিসপত্র লুট করার চেষ্টাও করা হয়। পরে কোন রকমে তীর্থযাত্রীরা আর পিএফ ও সেই রেলের উচ্চ আধিকারী বলে পরিচয় দেওয়া সে ব্যক্তির  হাত থেকে ছাড়া পেয়ে ট্রেনে পালিয়ে গিয়ে  উঠে। সেই রাত্রেই তীর্থযাত্রীর দলটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে, প্রধানমন্ত্রীর দপ্তরে ,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টুইটার যোগে অভিযোগ করেন। পরে বারাণসীতে ট্রেন পৌঁছলে ঘটনার বিবরণ পুলিশকে মৌখিক ভাবে জানানো হয় এবং শিয়ালদহ পৌঁছে লিখিতভাবে অভিযোগ জানান হয়।এখন প্রশ্ন  উঠছে যে সাধারণ লোকেরা এবং তীর্থযাত্রীরা যদি লোকেদের সুরক্ষার দায়িত্বে থাকা আরপিএফদের হেনস্থার শিকার হতে লাগে তাহলে যাত্রীরা তাদের যাত্রাতে কতটুকুই  নিজেকে সুরক্ষিত ভাববে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.