Header Ads

একুশের মঞ্চ থেকে রাজনৈতিক লড়াইয়ে ডাক মমতার

নয়া ঠাহর প্রতিবেদন : একুশে জুলাইয়ের শহীদ স্মরণ মঞ্চ থেকে রাজনৈতিক লড়াইয়ে ডাক দিলেন মমতা বন্দোপাধ্যায়। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিস্তর সমালোচনা শোনা গেল তাঁর ভাষণে। একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন এদিন মমতা। বিজেপিকে সমালোচনা করেই থামেননি মমতা, সমালোচনা করলেন কেন্দ্রীয় সরকারেরও।
এদিন মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন তিনি । আগামী ২৬ ও ২৭ জুলাই রাজ্য জুড়ে কালো টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হবে তৃণমূল । ২৯ জুলাই জনসংযোগ যাত্রা । জনসংযোগ যাত্রায় প্রতি বুথে বুথে সক্রিয় হতে হবে তৃণমূল কর্মীদের । আদিবাসী, দলিত,গরিব ও সংখ্যালঘু মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করার ফরমান দিলেন মমতা তৃণমূল কর্মীদের । বিজেপির বিরুদ্ধে 9 আগস্ট হবে বিজেপি ভারত ছাড়ো আন্দোলন। ১৫ আগস্ট  হবে রাখি বন্ধন অনুষ্ঠান। বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মজয়ন্তী পালিত হবে রাজ্যের বক্লে বক্লে। তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে রাজ্যের সব জায়গায় আগামী ২৮ আগস্ট। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ।
এদিন পিআরটি স্কেলের দাবিতে অনশনরত শিক্ষকদের উদ্দেশে মমতার বার্তা ছিল, " কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চাইলে দিল্লির চাকরি করুন "।
ছেড়ে কথা বললেন না কংগ্রেস - সিপিএমকেও। মমতার কথায়, বিজেপির বিরুদ্ধে লড়ছে না কংগ্রেস - সিপিএম । ওদের তৃণমূলকে সমর্থন করতে হবে না । বিজেপির বিরুদ্ধে লড়ুক । কার্যত, মমতা মেনেই নিলেন রাজ্যে বর্তমানে তৃণমূলের প্রধান বিরোধী বিজেপি । ভাটপাড়ার উদাহরণ টেনে বলেন, বিজেপিকে ভোট দিলে  ভাটপাড়াই হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.