Header Ads

প্ৰিয়ার বিরুদ্ধে রাষ্ট্ৰদ্ৰোহের ২ মামলা খারিজ আদালতের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  বাংলাদেশে সংখ্যালঘুরা অত‍্যাচারিত হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করার অপরাধে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে ২ টি মামলা ঠোকা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে আদালতে দায়ের করা দুটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। 

আইনগত ভিত্তি না থাকায় রবিবার দুপুরেJ পর ঢাকা মহানগর আদালত মামলা দুটি খারিজের আদেশ দেন। 

রবিবার ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথমে রাষ্ট্ৰদ্রোহের মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব‍্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পেনাল কোডের ১২৩ (এ), ১২৪ (এ) ও ৫০০ ধারায় মামলাটি নেওয়ার জন‍্য আইনজীবী সুমন আবেদন করেন।

একই অভিযোগে ঢাকা বারের কার্যনির্বাহী সদ‍স‍্য ইব্রাহিম খলিল প্রিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে ১২৩ (ক ) ধারায় তিনি মামলাটি করেন। ইব্রাহিম খলিল পেনাল কোডের ১২৪এ ধারা অনুযায়ী প্রিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন‌।


প্রসঙ্গত, গত বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ধৰ্মীয় নিপীড়নের শিকার বিশ্বের ১৯ টি দেশের ২৭ জনের সঙ্গে কথা বলেন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প। এই ২৭য়ের মধ্যে ছিলেন বাংলাদেশের আইনজীবী প্ৰিয়া সাহাও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.