Header Ads

অসমের বানাক্রান্তদের সাহায্যে এগিয়ে এলেন জয়ন্তিয়া পাহাড়ের আইপিএস বিবেকানন্দ সিংহ

নয়া ঠাহর প্রতিবেদন : মেঘালয়ার পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের পুলিশ সুপার বিবেকানন্দ সিংহ অসমের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলেন। তিনি তাঁর একমাসের বেতন দিয়ে বন্যাত্রাণে সাহায্য করলেন। আইপিএস এসোসিয়েশনের এক ট্যুইট বার্তায় জানা গেছে একথা। বিবেকানন্দ সিংহ অসম-মেঘালয়া ক্যাডারের আইপিএস অফিসার।
অসমের মুখ্যমন্ত্রী সর্ব্বানন্দ সনোয়াল, বিবেকানন্দ সিংহের এই উদ্যোগের প্রশংসা করে বিবেকানন্দ সিংহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে, বলিউড তারকা অক্ষয় কুমার ও ধিং এক্সপ্রেস নামে খ্যাত দৌড়বিদ হিমাচল দাস বন্যাত্রাণে এগিয়ে এসেছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.