সোমবার চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ২
নয়া ঠাহর প্রতিবেদন: ভারতের দ্বিতীয় চন্দ্রযানের চাঁদে পাড়ি দেওয়ার কথা ছিল গত ১৫ জুলাই রাত ২টো ৫১ মিনিটে। কিন্তু অত্যাধুনিক জিএসএলভি-মার্ক-৩ রকেটের প্রপেলান্টে তরল জ্বালানি ভরার সময় তা লিক করতে শুরু করায় সাময়িকভাবে চন্দ্রযান ২-এর চন্দ্রাভিযান স্থগিত করা হয়েছিল। তড়িঘড়ি চন্দ্রযান ২-এর চাঁদে পাড়ি দেওয়ার সিদ্ধান্তে সাময়িক যতি টেনেছিল ইসরো ।
কিন্তু, এবার সাত দিনের মাথাতেই ফের চাঁদে চন্দ্রযান ২-কে পাঠাতে তৈরি ইসরো। আগামী সোমবার চন্দ্রযান ২ পাড়ি দেবে চাঁদের উদ্দেশ্যে। অবশ্য রাতে নয়, ভর দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রকরে দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ২।









কোন মন্তব্য নেই