Header Ads

গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির মাঝে ফেরী পরিষেবা শুরু


নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি। গুয়াহাটি ও  উত্তর গুয়াহাটির মাঝে ফেরী পরিসেবা শুরু করা হয়েছে। ব্রহ্মপুত্রের জলস্তর কিছু কম হবার প্রতি লক্ষ্য রেখে এই পরিষেবা শুরু করা হয় ।বর্তমানে গুয়াহাটি ও  উত্তর গুয়াহাটি ফেরী চলাচল করছে ।অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের নির্দেশ অনুসারে এই পরিষেবা বিকেল ৬.৩০পর্যন্ত খোলা থাকবে ।উল্লেখ্য যে যাত্রীদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে রাতের দিকে ফেরী সেবা বন্ধ থাকবে । ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে বিগত ১২ জুলাই থেকে দুর্যোগ প্রশমন প্রধিকরণ ফেরী পরিসেবাকে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল ।এর পরিবর্তে বাস চলাচল হচ্ছিল ।কিন্তু ১০ দিন ধরে ফেরী সেবা বন্ধ থাকার ফলে গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির লোকের মাঝে খুবই অসুবিধার সৃষ্টি হয়ে পড়েছিল  ওদিকে বাসে যাতায়াতে অনেক সময়  ও পয়সা ও বেশী খরচা হত।  ফলে পুনঃ ফেরী পরিষেবা শুরু হওয়ায় খুশী উত্তর গুয়াহাটিবাসীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.