Header Ads

নীলাচল হাউসিংসোসাইটির মহিলা সমিতির উদ্যোগে শিশুদের গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন


নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি। নগরের ভেটাপারা স্থিত  নীলাচল হাউসিং সোসাইটি মহিলা সমিতির উদ্যোগে চার দিবসীয় শিশুদের  গ্রীষ্মকালীন কর্মশালা সম্পন্ন হয়ে যায় সম্প্রতি। এই কর্মশালাতে প্রায় ৫০ জন বিভিন্ন বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। সদ্য গঠিত নীলাচল হাউসিং সোসাইটি মহিলা সমিতির সদস্যদের বিশেষ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় । সোসাইটির মূল কমিটির বিশিষ্ট ব্যক্তিদের ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানানো হয় এবং তাদের দ্বারা ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



 রেনবো আর্ট স্কুলের উদ্যোগে মুম্বাইয়ের ক্যামলিন কোক্যুয় লিমিটেডের উত্তর-পূর্বাঞ্চলের অধিকারী তপন দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।  এই কর্মশালা সাথে  মহিলাদের বিভিন্ন ধরনের হাতের কাজ সেখানের কর্মশালা আয়োজন করা হয়। মহিলা সরলীকরণের উদ্দেশ্যেই এই কর্মশালার মাধ্যমে মহিলাদের বিভিন্ন হাতের কাজ ও।সেলাই শিক্ষা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.