জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূতের বাংলাদেশ সফর
নয়া ঠাহর প্রতিবেদন : বাংলাদেশে এসে কার্যত কিছুটা চাপের মুখে পড়লেন জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন প্ল্যানার বার্গনার। গত ৯ জুলাই ১০ দিনের সফরে মায়ানমার গিয়ে ক্রিস্টিন সেখানকার সরকারের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন।
ঢাকা এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে মিলিত হন ক্রিস্টিন। বৈঠকের পর ক্রিস্টিন বিশেষ কিছু না বললেও বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, তাঁর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের কথা হয়েছে। ক্রিস্টিন স্বীকার করেছেন, মায়ানমার রাখাইনে তাঁদের চলফেরা সীমাবদ্ধ। মায়ানমার সরকার রাখাইনের যেখানে তাঁদের নিয়ে গেছে তাঁরা সেখানেই শুধু যেতে পেরেছেন। ক্রিস্টিন কার্যত স্বীকার করে নেন রোহিঙ্গাদের ফেরানোর মতো পরিবেশ এখনও রাখাইনে তৈরি হয়নি ।
বৈঠকে মূলত চাপের মুখে পড়েন ক্রিস্টিন। বৈঠকের একপর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দেশের সাহায্যের দরকার নেই, রোহিঙ্গাদের সাহায্য করলেই চলবে। ক্রিস্টিনের অবস্থান নিয়ে যে বাংলাদেশ সন্তুষ্ট নয় তা বোঝা যায় মো. শহীদুল হকের অবস্থান দেখে।
মো. শহীদুল হকের ক্রিস্টিনকে বলেন, পরের বার কূটনৈতিক বিবরণের সময় তাঁরা নজর রাখবেন। এ নিয়ে প্রতিবেদন তৈরি করা হবে এবং তা জানানো হবে প্রকাশ্যে। আর প্রতিবেদনটি পাঠানো হবে জাতিসংঘের মহাসচিবের কাছে।









কোন মন্তব্য নেই