Header Ads

মেঘালয় কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকের উদ্ধার অভিযান শেষ করার অনুমতি দিল উচ্চ ন্যায়ালয়



নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।  উচ্চতম ন্যায়ালয় মেঘালয় সরকারকে রাজ্যের  কয়লা খনির তে আবদ্ধ শ্রমিকের উদ্ধার অভিযানের শেষ করার যাবতীয় অনুমতি প্রদান করেছে । সুদীর্ঘ সাত মাসের পরে খনিতে আবদ্ধ হয়ে থাকা ১৫ জন শ্রমিকের উদ্ধার অভিযান শেষ করার জন্য বিগত ১২ জুলাই মাসে অনুমতি প্রদান করেছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় । মেঘালয় রাজ্য সরকারকে এই অভিযান শেষ করার জন্য উচ্চতম আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন দাখিল করেছিল। উল্লেখ্য যে পূর্ব জয়ন্তিয়া পাহাড়ের গভীর অরণ্যে ভিতরে থাকা এই কয়লা খনিতে আজকে থেকে প্রায় সাত মাস পূর্বে এ ভাযাভয় দুর্ঘটনা সংঘটিত হয়ে আবদ্ধ হয়ে পড়েছিল ১৫জন শ্রমিক। প্রাপ্ত তথ্য অনুসারে এই অভিযানে প্রায় চার কোটি টাকা ব্যয় হয়েছে।ন্যায়ধীশএসএববডে আর বি আর  গাভাইর মেঘালয়  সরকারকে এই উদ্ধার অভিযানকে শেষ করার জন্য যাবতীয় অনুমতি প্রদান করেছে। আর এই অনুমতি প্রদান করার সাথে সাথেই শ্রমিকের উদ্ধার অভিযান সমাপ্ত হয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.