Header Ads

গুয়াহাটিতে নেশা জাতীয় দ্ৰব্য সমেত ২ মহিলা এবং এক ব্যক্তিকে গ্ৰফতার করল জিআরপি

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ
 নেশাআজাতীয় দ্ৰব্য পাচারের অভিযোগে গুয়াহাটি রেলওয়ে পুলিশ (জিআরপি) শুক্ৰবার ১২৪২৩ নম্বরের রাজধানী এক্সপ্ৰেস ট্ৰেন থেকে দুজন মহিলা সমেত এক ব্যক্তিকে গ্ৰেফতার করেছে।

ছবি, সৌঃ এএনআই
 তাদের কাছ থেকে ১৭৫ টি ছোট প্যাকেট তার মধ্যে ছিল ৩৪, ১০০ টি ইয়বা ট্যাবলেট (নেশা জাতীয় দ্ৰব্য)। 
ছবি, সৌঃ এএনআই
তারা ওই নেশা জাতীয় দ্ৰব্যগুলো নিয়ে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে সেগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। পুলিশি জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গিয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.