Header Ads

ব্যাগে ইনসুলিন নেওয়ার জন্য ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে চরম হেনস্থার সম্মুখিন হলেন প্ৰাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্ৰম

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে চরম হেনস্থার সম্মুখিন হলেন পাকিস্তানের প্ৰাক্তন অধিনায়ক ওয়াসিম আক্ৰম। ডায়াবিটিসে আক্ৰান্ত ওয়াসিম ব্যাগে সবসময়ই ইনসুলিন রাখেন। ইনসুলিন নিয়ে ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। অভিযোগ, বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আক্ৰমকে ব্যাগে ইনসুলিন রাখার জন্য অত্যন্ত খারাপভাবে ব্যাগ থেকে তা বের করে সাধারণ প্লাস্টিকের প্যাকেটে ফেলে দিতে বলেন। 

 ছবি, সৌঃ আন্তৰ্জাল
পরে এই ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে ট্যুইটে মন্তব্য করেন প্ৰাক্তন পাক অধিনায়ক। তিনি আরও বলেন- তিনি বহুবার বিশ্বের বিভিন্ন জায়গায় ইনসুলিন সঙ্গে নিয়ে ঘুরেছেন। কিন্তু কখনও তাঁকে এমন লজ্জায় পড়তে হয়নি। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.