Header Ads

গুয়াহাটি শহরের বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে বন্যার কবলে



নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। গুয়াহাটি শহরের বেশ কয়েকটি এলাকা বর্তমানে  ব্রহ্মপুত্রের বন্যার জল প্লাবিত করে ফেলেছে। উত্তরগুয়াহাটির অমিনগাও,চন্দ্রপুর,পানিখাইতি, বোন্দা ,পাণ্ডু নারাঙ্গী,ভরলু,উজনবাজার,ফাঁসিবাজার,সদিলাপুর ইত্যাদি বিভিন্ন স্থান প্লাবিত হয়ে পড়েছে। ব্যবসায়ের প্রাণকেন্দ্র ফাঁসি বাজারের রাজদুয়ার ঘাট প্লাবিত হয়েছে ।বালুর বস্তা দিয়ে জল আটকানো ব্যবস্থা করা হচ্ছে। ওদিকে জল প্রবেশ করেছে নগরের ভরলু স্থিত সোনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে । বিদ্যালয়ের শ্রেনী কোঠায় জল পরিপূর্ণ হয়েছে ।ফলে বিদ্যালয়ের সমস্ত কাজ কর্ম স্থগিত রাখা হয়েছে।এই বিদ্যালয় আসামের একটি ঐতিহ্য মন্ডিত বিদ্যালয় ।আসামের অনেক  গণ্যমান্য ব্যক্তিরা এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন।
ওদিকে জল প্রবেশ করেছে ভরলুমুখ থানাতেও। নগরের পান্ডু এলাকাতেও জল প্রবেশ করেছে পান্ডুর টেম্পল ঘাট লোকো কোলোনি,  পুরানা বাজার নাথ বস্তি  ইত্যাদি এলাকাতেও প্রায় এক হাঁটু জল জমেছে বর্তমানে ঘরের বাইরে শামিয়ানা টাঙ্গিয়ে থাকছে পরিবার।পান্ডুর প্রায় এক শতাধিক পরিবার বন্যার কবলে আক্রান্ত হয়েছে।খাবার জলের অভাব।উপায় না পেয়ে নোংরা জল খেতে বাধ্য হচ্ছে লোকেদের।




নারাঙ্গীতেওঁ  অনেক জায়গায় জলের তলে। বাসগৃহেও  প্রবেশ করেছে জল। আমিনগায়ের ৬ টি বাসগৃহ ভাসিয়ে নিয়ে গেছে।পথ ,বাসগৃহ সহিত সমস্তই জলের তলে।
২০০৪সনে হয়েছিল এমন ভয়ংকর বন্যা।ওদিকে উজনবাজারের বৃহৎ এলাকা জলে প্লাবিত হয়েছে।ঘরে একহাটু জল। উজান বাজারের পাইকারী মাছের বাজার জল প্রবেশ করাতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।পদ পথে স্থানান্তরিত করা হয়েছে মাছ বাজার। উজান বাজারের বিভিন্ন স্থানে জল প্রবেশ করাতে মেশিন দিয়ে জল বের করার চেষ্টা করা হয়েছে।
গুয়াহাটি শহরের বিস্তীর্ণ এলাকায় প্রবেশ কররার ফলে শঙ্কিত হয়ে পড়েছে নগরবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.