Header Ads

আসামের বন্যা আক্রান্তের জন্য নিজের অর্ধেক মাসের মাসের বেতন দান করলেন ধীঙএক্সপ্রেস


নয়া ঠাহর প্রতিবেদন।সমগ্র রাজ্য বর্তমানে ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে। এই সময়ে অসমের জনসাধারণকে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সকলকে মুক্ত হস্তে দান করার জন্য আহ্বান জানিয়েছেন।
আসাম সরকারের আহ্বানে সাড়া দিয়ে ভারতের দৌড়রানী হিমা দাস মুখ্যমন্ত্রীর সাহায্য তহবিলে নিজের অর্ধেক মাসের বেতন অনুদান দেন।
 হিমা দাস এর এরকম পদক্ষেপেকে অনেকেই প্রশংসা করেছেন।
নিজের টুইটার একাউন্ট এর দ্বারা হিমা দাস আসামের সর্বশেষ বান পরিস্থিতির কথা উল্লেখ করে রাজ্যের এই সংকটের সময় বৃহৎ কর্পোরেট গোষ্ঠী এবং ব্যক্তিদের সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।কলদো অ্যাটলেটিকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হিমা দাস বর্তমানে চেক গনরাজ্যে রয়েছেন। ওদিকে হিমা এক সপ্তাহের ভিতর তিনটা স্বর্ণপদক অর্জন করতে সক্ষম হয়েছে।হিমার এই পদক্ষেপে খুশী হিমার পরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.