Header Ads

প্রবল বন্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরা প্লাবিত ,সীমান্ত পরিদর্শন করলেন মন্ত্রী ফণিভূষণ চৌধুরী



নয়া ঠাহর প্রতিবেদন।ভারত বাংলাদেশ সীমান্ত পথ পরিদর্শন করলেন মন্ত্রী ফণিভূষণ চৌধুরী । প্রবল বন্যায় ভাসিয়ে নিয়ে গেছিল কাঁটাতারের বেরা বিচ্ছিন্ন হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত পথ। সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বাংলাদেশের সীমান্তে উপস্থিত হয়ে কাঁটাতারের বেরা পরিদর্শন করেন মন্ত্রী ফণীভূষণ চৌধুরী। অতি শীঘ্র সীমান্তের পথ পুনঃ নির্মাণ করে কাঁটাতারের বেড়া পুনরায় নির্মাণ হবে বলে জানান বলেন মন্ত্রী।
সমগ্র রাজ্যে বর্তমানে বন্যার কবলে জলমগ্ন রাজ্যের ২৮ টি জেলার সাথে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ধুবরী এবং দক্ষিণ শালমারা -মানকাচর জেলার বন্যার ভয়াবহ রূপ ধারণ  করেছে। সোমবারে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরা বন্যায় ভাসিয়ে নিয়ে যায়  সোমবার বিকালে বন্যার প্রবল জল বিএসএফ ক্যাম্প এর নিকটে থাকা কাঁটাতারের বেশ কিছু অংশ ভাসিয়ে নিয়ে যায়। অন্যদিকে সীমান্তের কাঁটাতারের বেরার সাথে পাহারা দেওয়া সীমান্ত পথও বন্যায় ভেসে যাওয়ার ফলে বিএসএফ জওয়ানদের পাহারা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হতে হচ্ছে । বন্যার সুবিধা নিয়ে  যে কোনো ধরনের অবৈধ চক্র ভারতে প্রবেশ করতে যাতে  না পারে তার জন্য দিনে রাতে পাহারা দিয়েছে বিএসএফ জওয়ানরা। বর্তমান দক্ষিণ শালমারা জেলার ৯০% গ্রাম বন্যার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে।  স্থানীয় বিধায়ক এর সাথে বিএসএফের উচ্চ পর্যায়ের আধিকারিকরা জেলার পরিস্থিতির সাথে সীমান্ত পরিস্থিতি ও পরিদর্শন করে। উল্লেখ্য যে ধুবডি এবং দক্ষিণ শালমারা জেলার ভারত বাংলাদেশের সীমান্তের ৩০ কিলোমিটার এর অধিক কাঁটাতারের বেড়া বর্তমান বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.