লামডিং চালক সংস্থার চিকিৎসা শিবির অনুষ্ঠিত
স্বপন দাস, লামডিং: সারা আসাম ড্রাইভার অ্যাসোসিয়েশন লামডিং শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
স্থানীয় জনকল্যন সংঘে অনুষ্টিত এই শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করান কলকাতার বিশিষ্ট ডাক্তার এ কে সেন। শিবিরে দেড়শোর বেশি রোগী নিজেদের স্বাস্থ্যের পরীক্ষা করিয়াছেন। শিবিরে বিশেষ করে হ্রদ রোগ এবং মধুমেয় রোগের চিকিৎসা করা হয়েছে। ড্রাইভার অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগকে কুর্নিস জানিয়েছেন শিবিরে উপস্হিত রোগী ও সদস্যরা। শিবির পরিচালনায় ছিলেন ড্রাইভার অ্যাসোসিয়েশনের সভাপতি নরসিংহ প্রধান, সম্পাদক মনোজ পাল সমেত অন্যান্য সদস্যরা।








কোন মন্তব্য নেই