কাজিরঙায় মৃত আরও দুই গণ্ডার, বন্যা থেকে বাঁচতে জনৈক ব্যক্তির বাড়ির ভেতরে বেড রুমে ঢুকে পড়ল রয়েল বেঙ্গল টাইগার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ
অসমের কাজিরঙায় বন্যার জেরে আরো দুই গণ্ডারের মৃত্যু হল। যার জেরে চলতি বন্যায় মৃত গণ্ডারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। ডিভিশনাল ফরেস্ট অফিসারের (ডিএফও) দেওয়া তথ্য অনুযায়ী এবারের বন্যায় মৃত বন্যপ্রাণীর সংখ্যা এযাবত ৫১ । এর মধ্যে ৫ গণ্ডার সহ রয়েছে একটি হাতি, ৪ টি বন্য শুকূর, ৩৮ -টি হগ ডিয়ার, ৩ -টি সম্বর। গাড়ির ধাক্কা নয়তো বন্যায় মৃত্যু হয়েছে এদের । ৫৭ -টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে ।
কাজিরাঙা জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ বন্যার জলে তলিয়ে যাওয়ার ফলে বন্য পশুরা সব আশেপাশের এলাকায় উঁচু জায়গায় আশ্ৰয় নিয়েছে। হরিণ, বাঘ, বুনো মোষ, গণ্ডার সমেত বহু পশুর মৃত্যু হয়েছে।
ছবি,সৌঃ জিপ্লাস
এর মধ্যেই আরেকটি ঘটনা ঘটে গেল। বন্যা থেকে বাঁচতে একটি রয়েল বেঙ্গল টাইগার কাজিরাঙা থেকে বেড়িয়ে পাৰ্শ্ববৰ্তী এলাকার জনৈক এক ব্যক্তির বাড়িতে গিয়ে আশ্ৰয় নিয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ বাঘটিকে জনৈক ব্যক্তি রফিকুলের বাড়ির বেডরুমে বিশ্ৰাম নিতে দেখা যায়। বাড়িতে বাঘের উপস্থিতি দেখে স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের থেকে শুরু করে এলাকায় লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাঘটিকে ট্ৰাঙ্কুলাইজ করতে পশুর চিকিৎসক ড০ শামসুল আলি সখানে রওনাদিয়েছেন। বনকৰ্মীরাও বাঘটিকে অন্যত্ৰ নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্ৰস্তুতি নিয়েছে। কাজিরাঙার বিস্তৃীৰ্ণ এলাকা যেহেতু মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ গ্ৰাস করেছে। তাই বন্যার জল থেকে বাঁচতে পশুরা সব ৩৭ নম্বর জাতীয় সড়ক পার করে উঁচু জায়গা দক্ষিণ কাৰ্বি আংলংয়ের দিকে চলে যাচ্ছে।









কোন মন্তব্য নেই