রোটারী ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটির প্রথম বার্ষিক উৎসব সম্পন্ন ও নতুন কমিটি গঠন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি।রোটারী ক্লাব অফ গুয়াহাটি স্মার্ট সিটির প্রথম বার্ষিক উৎসব সম্পন্ন হয়ে যায় সম্প্রতি ।এর সাথে এক নতুন কমিটিও গঠন করা হয়। এ উপলক্ষে নগরের পল্টন বাজার স্থিত হোটেল অথিতির প্রেক্ষাগৃহে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠান শুরু করা হয় গণেশ বন্দনার সাথে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ড০ রিন্টু গুহ নিয়োগী, সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান রোহিনী প্রাণ চাংকাকতি , রোটারী ক্লাব অফ স্মার্ট সিটি গুয়াহাটির সভাপতি মধুচন্দা ভট্টাচার্য, ও সেক্রেটারি বনশ্রী গোগোই এর সাথে অনেক সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের জন্য নতুন কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতির পদে মধুচন্দা ভট্টাচার্যকে ও সেক্রেটারির পদে বনশ্রীকে গোগোই কে চয়ন করা হয় । এর সাথে সেক্রেটারী বনশ্রী গোগোই বিগত এক বছরের কার্যক্রম প্রদর্শন করেন ।এর পর সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয় যেখানে রোটারিয়ানের ছেলে মেয়েরা সংগীত ও শাস্ত্রীয় নৃত্য প্রদর্শন করে।









কোন মন্তব্য নেই