মণিপুরে থাকা এন এস সি এন ( আই এম)-এর গোপন ঘাঁটিতে অভিযান সেনার, আটক এক জঙ্গি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ন্যাশনাল সোস্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড [ এন এস সি এন ( আই এম)]- এর মণিপুরের কেকরু নাগা গ্রামের ঘাঁটিতে অভিযান চালালো সেনা । আচমকা চালানো এই অভিযানের ফলে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ।
কেকরু নাগা গ্রামে তোলাবাজি চালাচ্ছে জঙ্গিরা বলে গোপন সূত্রে খবর আসে সেনার কাছে । সেই সূত্র ধরেই ৫ জুলাই অভিযান চালানো হয় । অতর্কিত অভিযানের ফলে অস্ত্র ফেলেই পালায় জঙ্গিরা । এক জঙ্গি গ্রামবাসীদের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করে । কিন্তু সেনার কাছে ধরা পড়ে যায়। আশেপাশের এলাকা জুড়ে তল্লাশি অভিযান জারি রয়েছে । উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে মার্কিন অ্যাসল্ট রাইফেল এম আই-১৬ ,গুলি ও প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র ।
এন এস সি এন ( আই এম)- এর সৃষ্টি হয়েছে ১৯৮০ সালে । সর্বোচ্চ নেতৃত্ব রয়েছেন ৮৫ বছরের থুইনগালেং মুইভা । আরেক নেতা ইশাক চিশি স্যু ৮৭ বছর বয়সে মারা যান বছর তিনেক আগে ।
এন এস সি এন ( আই এম)- এর সৃষ্টি হয়েছে ১৯৮০ সালে । সর্বোচ্চ নেতৃত্ব রয়েছেন ৮৫ বছরের থুইনগালেং মুইভা । আরেক নেতা ইশাক চিশি স্যু ৮৭ বছর বয়সে মারা যান বছর তিনেক আগে ।
কোন মন্তব্য নেই