Header Ads

NCC বিহাড়া ইউনিটে পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি


নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ  আসাম NCC থার্ড বেটেলিয়ান কাছাড়ের উদ্যোগে ১লা জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চলা একাদশ দিবসীয় পরিবেশ সচেতনতা কার্যসূচির অন্তর্গত শনিবার বিহাড়ার যুধিষ্ঠির সাহা হাইয়ার সেকেণ্ডারী স্কুলের NCC ইউনিটে পালন করা হয় পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা।  পরে সাইকেল র‍্যালিও বের করা হয়।

আলোচনা সভায় NCC অফিসার তথা বিজ্ঞান শিক্ষক নিরুপম নাথ বায়ু ও মাটি প্রদূষণের উপর সারগর্ভ বক্তব্য রাখেন। তিনি মাটি প্রদূষণ রুখতে ছাত্র ছাত্রীদের প্লাস্টিকের ব্যবহার কম করা ও বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। এরপর সচেতনতা বাড়াতে শুরু হয় সাইকেল র‍্যালি। এতে আসাম NCC থার্ড বেটেলিয়ান যুধিষ্টির সাহা ইউনিটের কেডেটরা জল ও শব্দ প্রদূষণ বিরোধী বিভিন্ন প্ল‍্যাকার্ড নিয়ে একটি সালকেল র‍্যালি বের করে। এতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক সহ স্থানীয়রা অংশ গ্রহণ করেন। পরে NCC অফিসার নিরুপম নাথ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাইকেল র‍্যালিতে NCC ইউনিট যুধিষ্ঠির  সাহা হাইয়ার সেকেন্ডারী স্কুল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.