Header Ads

'জয় শ্রীরাম' বিতর্কে দিলীপ-বাবুলের সাঁড়াশি আক্রমণের নিশানায় অমর্ত্য সেন !!


লিখেছেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বদেব চট্টোপাধ্যায়

লোকসভা ভোট পর্ব থেকেই জয় শ্রীরাম বিতর্ক ঘিরে ক্রমাগত সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এই স্লোগান ঘিরে রক্তাক্ত একাধিক পর্ব বাংলার রাজনীতির বুকে জ্বলজ্বল করে ওঠে নিত্যদিন। আর এবার এই পর্ব নিয়ে মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি 'জয় শ্রীরাম' ধ্বনিকে বাংলা সংস্কৃতি বিরোধী বলে দাবি করেন। পাশাপাশি তাঁর দাবি, জয় শ্রীরাম নয় বরং বাংলার ভাবধারায় মা দূর্গার আরাধনা বেশি উজ্জ্বল--কিন্তু ‘দুর্গা মাঈ কি’ ধ্বনিকে বাংলা সংস্কৃতি’র অঙ্গ বলে মনে করেন কিনা তা অবশ্য জানান নি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদের এই বক্তব্য নিয়েই এবার বিজেপির তরফে তোপ দাগা হয়েছে।


বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অমর্ত্য সেন সম্পর্কে বলেন, 'উনি যে বাংলাকে চিনতেন তা বদলে গিয়েছে। উনি বাংলাকে ভুল চিনতেন। এখানে পুরুষ ,মহিলা নির্বিশেষে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে।' এরপর দিলীপ ঘোষ দাবি করেন, 'জয় শ্রীরাম' বললে এখন পশ্চিমবঙ্গে মারধর করা হয় খুন করা হয়। তিনি বলেন,'এখানে দুর্গাপুজো করতেও অনুমতি দেওয়া হয়না--তবু জয় শ্রীরাম যাঁরা বলছেন তাঁরাই আসলে বাংলাকে চেনেন। '
এদিন অমর্ত্য সেনের বক্তব্যের প্রেক্ষিতে একটি টুইট বার্তায় বাবলু সুপ্রিয় বলেন,'এটা স্যার অমর্ত্য সেনের বয়স কথা বলছে,ওনার মস্তিষ্ক নয়। নয়তো তিনি বুঝতেন যে বাংলায় জয় শ্রীরাম একটি প্রতীকী প্রতিবাদের স্লোগান , ধর্মের নয়।..'
নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, তিনি যখন তাঁর চার বছরের নাতনিকে প্রশ্ন করেন যে তার প্রিয় দেবতা কে, সে জানায় মা দুর্গা। দেবী দুর্গা বাঙালি সংস্কৃতির সঙ্গে এভাবেই মিশে আছে বলে জানিয়েছেন অমর্ত্য সেন। অন্যদিকে 'জয় শ্রী রাম' স্লোগান কাউকে ধরে মারার জন্য ব্যবহার করা হয় বলে মনে করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। কেউ 'জয় শ্রী রাম' স্লোগান না দিলে, তাঁর ওপর অত্যাচার করা হচ্ছে বলেও জানিয়েছেন অধ্যাপক সেন। কিন্তু এ রাজ্যে জয় শ্রীরাম ধ্বনি দিলে খুন করা হচ্ছে বলে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্য বিজেপি সভাপতি।

বি. দ্ৰঃ মতামত লেখকের নিজস্ব

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.