অসমের কাটিগড়া বিধানসভার বিহাড়ায় কৃতি ছাত্র সংবর্ধনা
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া: আসামের কাটিগড়া বিধানসভার বিহাড়াতে কৃতি ছাত্র সংবর্ধনার আয়োজন করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিহাড়া শাখা। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলকারী এলাকার ২০ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন এবিভিপির আসাম প্রদেশ সহ সভাপতি ড. দীপংকর পাল, আরএসএস প্রচারক ড. রাজকিশোর ঘাটুয়ার, হাইলাকান্দি এস.এস কলেজের অধ্যাপক ড. প্রিয়ব্রত নাথ, প্রদীপ গোস্বামী, সুমন শুক্লবৈদ্য সহ অন্যরা। সভায় বিভিন্ন বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আরএসএস প্রচারক ড.ঘটুয়ার ছাত্র ছাত্রীদের শিক্ষিত হওয়ার সাথে সাথে দেশ ও সমাজের কাজের সাথে যুক্ত থাকার আহ্বান জানান।










কোন মন্তব্য নেই