বিহাড়ায় কলেজ নির্মাণের জন্য অনুষ্ঠিত হল সভা
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ অসমের কাটিগড়া বিধানসভার বিহাড়ায় বিহাড়া বাজার এমভি স্কুলে বিহাড়ায় কলেজ নির্মাণের পরিকল্পনায় বিক্রমপুর ভিত্তিক দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন শিক্ষাবিদ প্রদীপ গোস্বামী।
কলেজ নির্মাণের মুখ্য আহ্বায়ক হীরক চক্রবর্ত্তীর ভূয়সী প্রশংসা করে বিহাড়ায় কলেজ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে সারগর্ভ বক্তব্য রাখেন রবীন্দ্র নারায়ন আচার্য। কালাইন এস আর কলেজের অধ্যক্ষ বিজিৎ গোস্বামী কলেজ নির্মাণের নিয়মাবলি সম্পর্কে বিশদ বক্তব্য রাখেন।
বিহাড়া যুধিষ্ঠির সাহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিরূপম নাথ সারগর্ভ বক্তব্য রেখে বলেন বিহাড়ায় নিয়ম মেনে প্রথমে ভেঞ্চার কলেজ স্থাপন করে পরবর্তীতে সরকারীকরনের প্রচেষ্ঠা চালানো হোক অথবা সরকারী দিনদয়াল কলেজ স্থাপনের চেষ্ঠা করা হোক। তিনি এ ব্যাপারে শিলচরের সাংসদ রাজদীপ রায় ও কাটিগড়ার বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন। অধ্যাপক সত্যজিৎ দাস কলেজ নির্মাণে জরুরী পরামর্শ দেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অজি উদ্দিন আহমেদ,বিপ্লব কর চৌধুরী,অমলাংশু দাস,জয়দীপ দেব,কানাইলাল ভট্টাচার্য, মাধব চন্দ্র সাহা,হীরক চক্রবর্ত্তী, বিমল দেব , দেবু ঘোষ,সুধাংশু দেব,রণেন্দু চক্রবর্ত্তী প্রমুখ। সভায় ২১ সদস্য বিশিষ্ট বিহাড়া কলেজ নির্মাণ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন শিক্ষাবিদ রামেন্দ্র ধর, নিখিল দেব, নিবাস দাস, সুধাংশু দেব, অধ্যাপক সত্যজিৎ দাস, ডাঃসঞ্জীব সিকিদার, অজি উদ্দিন আহমেদ হীরক চক্রবর্ত্তী রবীন্দ্র নারায়ন আচার্য, কানাই লাল ভট্টাচার্য , প্রদীপ গোস্বামী সহ আরো অনেকে। সভায় ধন্যবাদ জানান রবীন্দ্র নারায়ন আচার্য।









কোন মন্তব্য নেই