Header Ads

মেঘালয়াতে চলতি বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনে

নয়া ঠাহর প্রতিবেদন : মেঘালয়ার দক্ষিণ -পশ্চিম গারো পাহাড়ের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে। শনিবার বেটাসিং ব্লকের মুনাবাড়ি গ্রামে  বানের জলে পড়ে এক বছর পনেরোর  কিশোরের মৃত্যু হল।
দক্ষিণ -পশ্চিম গারো পাহাড়ের জেলাশাসক রাম কুমার এস জানিয়েছেন, মৃগীরোগে আক্রান্ত কিশোরটি রোগে আক্রান্ত হয়ে জলে পড়ে গেলে তাঁর মৃত্যু হয় ।
এর আগে, মহেন্দ্রগঞ্জ এলাকায় বন্যার জেরে ঐ এলাকার দাসপাড়ায় মৃত্যু হয়েছিল প্রমিলা দাসের (৭১)। মহেন্দ্রগঞ্জেরই ফকিরপাড়া এলাকায় অসাবধানতাবশত জলে পড়ে মারা গিয়েছিল এক বছর বয়সের শিশু অরূপ বিশ্বাস ।
ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর জলস্তর বাড়ার ফলেই বন্যার সৃষ্টি হয়েছিল। শনিবার থেকে প্রায় সব জায়গাতেই জল নামতে শুরু করেছে । ৪২ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় পনেরো হাজার মানুষ । বন্যার জল নেমে যাওয়ার পর জলবাহিত কোন রোগ যাতে ছড়াতে না পারে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.