পুলিশ সঞ্চালক প্রধানের সাথে অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি । পুলিশ সঞ্চালক প্রধান কুলধর শইকীয়া এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সাথে শনিবার রাজ্যের প্রত্যেকটি জেলার পুলিশ আধিকারিকের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়ে যায়। নগরের আসাম পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি প্রকাশের পরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার সাথে বন্যাক্রান্ত লোকদের প্রতি পুলিশের সহায় সহযোগিতা ও আগন্তুক দিনে নেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়ে বিশদ ভাবে আলোচনা করা হয় । সীমান্ত শাখা,অগ্নি , এবং জরুরিকালীন সেবার বিশেষ সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত, অতিরিক্ত পুলিশসঞ্চালক প্রধান ( আইন শৃঙ্খলা ) মুকেশ আগরওয়াল,অতিরিক্ত পুলিশ সঞ্চালক প্রধান (নিরাপত্তা ও প্রশাসন)হরমিত সিংহ, অতিরিক্ত পুলিশ সঞ্চালন প্রধান ( অপরাধ অনুসন্ধান বিভাগ),এল আর বিষ্ণই, পুলিশের আয়ুক্ত দীপক কুমার,বিশেষ শাখার পুলিশ মহাপরিদর্শক হিরেন চন্দ্র নাথের সাথে অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই সভাতে উপস্থিত ছিলেন।
এই সভাতে উগ্রপন্থীর বিরুদ্ধে চলা অভিযান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে আলোচনা করার সাথে বিভিন্ন জেলায় অতিরিক্ত বাহিনীর প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ অধীক্ষকদের থেকেও মতামত গ্রহণ করা হয় ।এই সভাতে পুলিশ সঞ্চালকপ্রধান কুলধর শইকিয়া পুলিশ অধিক্ষকদের নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করত জন্য আহবান জানন।এর সাথে বিভিন্ন জেলার অসুবিধা ও সমস্যা নিয়ে তিনি আলোচনা করেন। পুলিশ সঞ্চালক প্রধানের সাথে জেলাগুলিতে যাতে কোন ধরনের অপ্রীতিকর স্থিতির উদ্ভব না হয় তা নিশ্চিত করার অর্থে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন।










কোন মন্তব্য নেই