শিয়ালদাহ থেকে হাফলং আসার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নিখোঁজ বিশ্বজিৎ দেব
বিপ্লব দেব, হাফলংঃ হাফলং রেলওয়ে কলোনির বাসিন্দা বিশ্বজিৎ দেব ওরফে বুড়া শিয়ালদাহ থেকে হাফলং আসার পথে সন্ধানহীন হয়ে যায়। শুক্রবার শিয়ালদাহ থেকে সকাল সাড়ে ছয়টায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এ১ এসি টু টায়ার কামরায় উঠে হাফলঙের উদ্দেশ্যে যাত্রা করে। তারপর শুক্রবার বিকেলে কিষানগঞ্জ স্টেশনে আসার পর বিশ্বজিৎ বড়ভাই বাবলা দেবের সঙ্গে শেষবার কথা বলে তারপর থেকে তাঁর আর কোন সন্ধান নেই।
শনিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন হাফলং পৌঁছলে ও বিশ্বজিৎ হাফলঙের বাড়িতে পৌঁছায় নি। এদিকে এসি এ১টু টায়ারে সিট নম্বর ছিল ২৩। এদিকে ট্রেন আসার পর বিশ্বজিৎ বাড়িতে না পৌঁছায় শুরু হয় খোঁজ খবর। বিশ্বজিতের দাদা বাবলা দেব জানান বিশ্বজিতের কোন খোঁজ না পেয়ে হাফলং রেল স্টেশন থেকে রেলকর্মীদের সহায়তায় শিয়ালদাহ এসি এ ১ কামরার সংরক্ষিত তালিকা সংগ্রহ করে বিশ্বজিতের পাশে থাকা ২৪ নম্বর সিটের সহ যাত্রীর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে সন্ধ্যা ৭ টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে বিশ্বজিৎ সিঙ্গারা কিনতে নামে এবং সিঙ্গারা কিনে ট্রেনের কামরায় উঠে দেখে যে দোকান থেকে সিঙ্গারা কিনেছিল সেখানে মোবাইল ফেলে আসে তারপর সে ট্রেন থেকে নেমে মোবাইল ফোনটি আনতে গিয়ে আর ফিরে আসেনি তারমধ্যে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে দেয়। তারপর থেকে বিশ্বজিৎ সন্ধানহীন বলে জানা গেছে। আজ বিকেলে নিউ হাফলং স্টেশনে জিআরপি থানায় বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত এজাহার দিতে চাইলে হাফলং জিআরপি এজাহার নেয় নি বলে অভিযোগ। এই প্রতিবেদন পাঠানো পর্যন্ত বিশ্বজিতের কোনও সন্ধান না পেয়ে বাধ্য হয়ে তার পরিবারের পক্ষ থেকে হাফলং থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করা হয়।









কোন মন্তব্য নেই