অসমের বন্যায় মৃত্যু বেড়ে ৬৩, কাজিরাঙাতে ১২ টি গণ্ডার সহ ১৪২ টি পশুর মৃত্যু, বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, রাজ্যপাল মুখী কাজিরাঙা পরিদর্শন করে পরিস্থিতি পৰ্যালোচনা করেন
অমল গুপ্ত, গুয়াহাটিঃ
প্রায় ১২ দিন হতে চলেছে অসমের ব্রহ্মপুত্র, বরাক প্রভৃতি নদীর জলপিষ্ঠ হ্রাস পেলেও ৬৮৯ টি ত্রাণ কেন্দ্রের প্রায় দেড় লাখ মানুষ আজও নিজেদের ঘর বাড়িতে ফিরে যেতে পারছেন না। ৭৭ টি রাজস্ব চক্রের ১ লাখ ৩২ হাজার মানুষ এখনও ত্রাণ শিবিরগুলোতে আছে। ভারতের চন্দ্র যান চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করছে, আর এদেশে আজও জলে ডুবে মানুষ মরছে, বিহারের বন্যায় ১০০ জন মারা গেছে, অসমে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের, সর্বমোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। ৩১ টি বন্যাপীড়িত জেলায় নদ নদীর জল কমলেও সরকারের গাফিলতি, অবহেলার ফলে একটি নদী বাঁধও অক্ষত নেই, বাঁধ মেরামতের নামে ব্যাপক দুর্নীতি, পানীয় জল সরবরাহের নামে লাগামছাড়া কেলেংকারি আজও বন্ধ হয়নি।
প্রায় ১২ দিন হতে চলেছে অসমের ব্রহ্মপুত্র, বরাক প্রভৃতি নদীর জলপিষ্ঠ হ্রাস পেলেও ৬৮৯ টি ত্রাণ কেন্দ্রের প্রায় দেড় লাখ মানুষ আজও নিজেদের ঘর বাড়িতে ফিরে যেতে পারছেন না। ৭৭ টি রাজস্ব চক্রের ১ লাখ ৩২ হাজার মানুষ এখনও ত্রাণ শিবিরগুলোতে আছে। ভারতের চন্দ্র যান চাঁদের মাটিতে পা রাখার চেষ্টা করছে, আর এদেশে আজও জলে ডুবে মানুষ মরছে, বিহারের বন্যায় ১০০ জন মারা গেছে, অসমে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের, সর্বমোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। ৩১ টি বন্যাপীড়িত জেলায় নদ নদীর জল কমলেও সরকারের গাফিলতি, অবহেলার ফলে একটি নদী বাঁধও অক্ষত নেই, বাঁধ মেরামতের নামে ব্যাপক দুর্নীতি, পানীয় জল সরবরাহের নামে লাগামছাড়া কেলেংকারি আজও বন্ধ হয়নি।
টিউবওয়েল বসানোর নামে কেলেঙ্কারির কথা জেনে মুখ্যমন্ত্রী পৰ্যন্ত তীব্র অসন্তোষ প্রকাশ করে তদন্তের আদেশ দিয়েছেন। এখন সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের, টিউবওয়েলগুলি নষ্ট হয়ে গেছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাইপের জল গ্রাম অসম এখনও দেখেনি, শুধু দুর্নীতি দেখেছে। পুকুরগুলো বন্যার জলে ভোরে গেছে জল পানের উপযুক্ত নয়। সরকারের কোনও সদিচ্ছা নেই , কারণ এখন ভোট নেই। শুধু ভোটের প্রয়োজনে বাবুরা গ্রামে যান, অশুদ্ধ নোংরা জল খেয়ে ইতিমধ্যে বানভাসি মানুষ ভুগতে শুরু করেছে, মেলারিয়া, জ্বর, জলবাহিত রোগ, এনকেফেলাইটিস প্রভৃতি বেড়ে গেছে। জল যত কমবে রোগ তত বাড়বে কিন্তু স্বাস্থ্য বিভাগ কোথায়? কোথায় ডাক্তার? স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মতো ভুক্তভোগীরা ত্রাণ ঔষধ পত্র পাচ্ছে কি? সস্তা দরের লবন, স্বাস্থ্যের অনুপযোগী লবন বন্যাৰ্তদের খাওয়ানো হচ্ছিল, মরিগাঁও জেলার ডেপুটি কমিশনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রায় দেড় লাখ হেক্টর কৃষি জমির ধান বিনষ্ট হয়েছে। বুনো হাতিদের খাবারের টান পড়েছে, হাতিদের আক্রমণের ফলে গোয়ালপাড়া জেলার রংজুলির শান্তিপাড়ায় গত রাতে আহরি রাভা এবং নন্দিতা রাভা নামে দুজন নিহত হয়েছেন। শেষ পৰ্যন্ত বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য রবিবার কাজিরাঙার বন্যা পরিস্থিতির খোজ খবর করে ডিরেক্টর পি শিবকুমার, গোলাঘাটের ডেপুটি কমিশনারদের সঙ্গে উচ্চস্তরের বৈঠকে কাজিরাঙ্গার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, অসমের রাজ্যপাল জগদীশ মুখীও পরিস্থিতি অধ্যয়ন করে বন্যা পীড়িত প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যানের গর্ব গণ্ডারের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২টিতে, বিভিন্ন প্রজাতির হরিণ সহ অন্যান্য ১৪২ জন্তু বন্যায় মারা গেছে। ৩৭ নম্বর সড়কে গাড়ি চাপা পরে মারা গেছে ১৬ টি হরিণ। বনবিভাগ যান বাহনের গতি নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়েছে। এই কদিন কাজিরাঙাতে হরিণের মাংস দেদার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বোকাখাট পুলিশ মাংস সহ চার জন চোরাশিকারীকে ধরেছে। প্রশ্ন উঠেছে ২০১৪ সালের গণনায় ১৬৭ টি বাঘ ছিল, প্রায় ১০০ ভাগ কাজিরাঙা প্লাবিত হওয়ার সময় বাঘগুলি কোথায় গেল? টাইগার প্রজেক্ট এর নামে ব্যাপক দুর্নীতির খবর পাওয়া গিয়েছিল, গণনায় কারচুপি ছিল না তো? তবে কোথায় গেল রয়াল বেঙ্গল টাইগার? আগে একটি বাঘ এক ব্যক্তির ঘরে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচায়। আর একটি বাঘ চোরা শিকারীরা তিন দিন আগে হত্যা করে, অমর তিমুঙ্গ নামে একজন বাঘটির চামড়া নিয়ে পালাতে গিয়ে উত্তর বড়বিল পুলিশের হাতে ধরা পড়ে বলে জানা গেছে। বনরক্ষীদের হাতে যতই মারণাস্ত্র দেওয়া হোক না কেন, মানুষের বন পরিবেশের প্রতি ভালবাসা না জন্মালে, ব্যাক্তিগত লোভ লালসা সংবরণ করতে না পারলে বন বিভাগ কিছুই করতে পারবে না।









কোন মন্তব্য নেই