Header Ads

অসম এনআরসি, ১৯৫১ সালের নথি থাকা সত্ত্বেও অসমের বঙ্গাইগাঁওয়ের ক্লাস থ্ৰি-র ছাত্ৰীকে ডি ভোটারের তকমা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অসমের বঙ্গাইগাঁও জেলার জোগিঘোপার কাছে ঈশ্বরিঝার এলাকায় থাকেন এন হুসেন এবং তাঁর পরিবার। এনআরসিতে সবার নাম এসছে, বাদ গেছে তাঁদের বছর ৯ য়ের কন্যা এস খাতুনের নাম। চলতি বছরের গত ২৬ জুন এনআরসির ছুটদের তালিকায় ক্লাস থ্ৰি-র ছাত্ৰী এস খাতুনের নাম চলে এসেছে। ফলত বাবা মায়ের নাম তালিকায় এলেও মেয়ের নাম ডি ভোটারের তালিকায় চলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই পরিবারের সদস্যদের মাথায় চিন্তার উদ্ৰেক হয়েছে। মেয়েটির নামে এনআরসি অফিস থেকে একটি নোটিশ এসেছে। হুসেনের পরিবারের এক আত্মীয়ের ভাষ্য মতে জানা গেছে ১৯৫১ সালে সমস্ত নথিপত্ৰ রয়েছে তাদের কাছে। প্ৰথম এবং দ্বিতীয়বার প্ৰকাশিত এনআরসি-র খসড়য় তাদের নামও এসেছে। তার পরও এই ঘটনা খামোখা পরিবারের সকলকে চিন্তায় ফেলেছে।       

No comments

Powered by Blogger.