Header Ads

সিঙ্গাপুরে আটক ছয় 'আরাকান আর্মি'-র কট্টর সমর্থক

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 

সিঙ্গাপুর প্রশাসন মায়ান্মারের 'আরাকান আর্মি'-র ছয় সমর্থককে আটক করল।
 সিঙ্গাপুর প্রশাসনের অভিযোগ, সিঙ্গাপুরের মাটিতে বসে এরা আরাকান আর্মির জন্য সমর্থন জোটাচ্ছিল। ২০০৯ সালে গঠিত আরাকান আর্মি মায়ান্মারের সেনার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মায়ান্মারের রাখাইন ও চেন প্রদেশে পুরোপুরি স্বায়ত্বশাসন চালু করতে চায় আরাকান আর্মি। মায়ান্মারের সরকার সংগঠনটিকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছে। মায়ান্মারের সংবাদসংস্থা ইয়াওয়াড্ডির খবর অনুযায়ী ধৃতদের একজন আরাকান আর্মির প্রধান তুন মিয়াত নায়িঙের তুতো ভাই। ভারতীয় সেনা দক্ষিণ মিজোরামের সীমান্ত এলাকায় গড়া আরাকান আর্মির ক্যাম্প ধ্বংস করে দিয়েছিল। ধৃতেরা আরাকান আর্মিকে নিয়মিত আর্থিক সাহায্য করত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.