Header Ads

ত্রিপুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮৫ শতাংশ গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে

নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলাঃ

কোন নির্বাচনী যুদ্ধ ছাড়াই উত্তর -পূর্বের ছোট্ট রাজ্য ত্রিপুরার ৮৫ শতাংশ গ্রাম পশ্চায়েত আসন নিজেদের ঝুলিতে পুরল বিজেপি । এর কারণ,ঐ আসনগুলিতে কোন বিরোধী প্রার্থী নেই। গ্রাম পশ্চায়েতের ৬১১১ টি আসনের মধ্যে বিনা নির্বাচনী লড়াইয়ে ৫২৭৮ টিতে জিতে গেল গেরুয়া শিবির । পশ্চায়েত সমিতির ৪১৯ টি আসনের মধ্যে ৩৩৭ টি গেল বিজেপি -র দখলে বিনা লড়াইয়ে ।১১৬ টি জেলা পরিষদ আসনের ৩৭ টি আসনে বিজেপি জয়লাভ করল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 

ত্রিপুরার বিরোধী শিবির কংগ্রেস ও সিপিএম -এর অভিযোগ ,সন্ত্রাসের জেরে তারা প্রার্থী দিতে পারেননি সব আসনে । অন্যদিকে, বিজেপি -র বক্তব্য, বিরোধীরা প্রার্থী দিতে না পারলে তারা কি করতে পারেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.