Header Ads

বিজেপি ও আইপিএফটি আলাদা লড়বে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক জোটের দুই শরিক বিজেপি ও আই পি এফ টি আলাদা লড়বে । আই পি এফ টি-র মুখপাত্র মঙ্গল দেববর্মা জানিয়েছেন, তাঁরা অন্তত ২৫ শতাংশ আসনে লড়বেন। বিজেপি -র সঙ্গে কোন আসন সমঝোতা হবে না । 

বিজেপি -র নির্বাচন কমিটির চেয়ারম্যান রতন লাল নাথও জানিয়েছেন, আই পি এফ টি-র সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে কোন আঁতাত হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.