Header Ads

ত্রিপুরার দামছড়ায় শান্তি সম্প্রীতির দাবিতে বিক্ষোভ মিছিল


 নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলাঃ সোমবার পয়লা, জুলাই  সকল ১১ টা থেকে ২ টা পযর্ন্ত সারা ত্রিপুরা রাজ্যে আইপিএফটি-এর ডাকে শান্তি- সম্প্রীতি বজায় রাখার  দাবীতে বিক্ষোভ মিছিল গড়ে তোলা হয়। সারা ত্রিপুরা রাজ্যের সাথে পাল্লা দিয়ে দামছড়া সহ ত্রিপুরা রাজ্যের ৩৩ টা মহকুমায় বিক্ষোভ মিছিল হয়।


 ত্রিপুরার আই পি এফ টি জোট ভারতীয় জনতা পাৰ্টির সরকারের সঙ্গে থাকা সত্বেও বিজেপি-র কর্মিরা ত্রিপুরায় আই পি এফ টি কর্মিদের আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।পাশাপাশি সি পি আই এম -এরও কর্মিদের উপর আক্রমণের খবরও পাওয়া যায়। এরই প্রতিবাদে ত্রিপুরায়  বিক্ষোভ মিছিল ও পথসভা হয়ে যায়। 
সোমবারের এই প্রতিবাদী বিক্ষোভ মিছিল দামছড়া(ত্রিপুরা)প্রধান প্রধান  সড়ক পরিক্রমা করে দামছড়া মটরস্টেন্ডে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় আই পি এফ টি রাজ্যিক কমিটি ও কেন্দ্রীয় কমিটিবৃন্দ ঐ সভায় উপস্থিত ছিলেন। সভার অস্থায়ী সভাপতি তাইয়াহা রিয়াং।বক্তাদের মধ্যে গঙ্গা প্রসাদ রিয়াং,রান্দন কুমার রিয়াং ও খনারাম রিয়াং প্রমুখ।তারপর সভাপতির ভাষনের পর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.