Header Ads

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাফলঙে পালিত হল রথযাত্রা

 বিপ্লব দেব, হাফলংঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার হাফলঙে রথযাত্রা পালিত হল। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একশো বছর পেরিয়ে যাওয়া একমাত্র হাফলং জগন্নাথ মন্দিরে আজ সকাল থেকেই পূজা অর্চনা নাম কীর্তন শুরু হয় এতে প্রচুর ভক্তের সমাগম ঘটে এমনকি মন্দিরে আসা ভক্ত দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের।

 বিকেল তিনটে নাগাদ হাফলং জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলভদ্র ও শুভদ্রার রথ হাফলং শহর পরিক্রমা করে অবশেষে হাফলং রামঠাকুরের মন্দিরে মাসীর বাড়ি নিয়ে রাখা হয় জগন্নাথ বলভদ্র ও শুভদ্রাকে আগামী সাতদিন রামঠাকুরের মন্দিরে চলবে পূজা অর্চনা ও নামকীর্তন। উল্টো রথে জগন্নাথ বলভদ্র ও শুভদ্রাকে মাসীর বাড়ি থেকে ফিরিয়ে আনা হবে হাফলং জগন্নাথ মন্দিরে। এদিকে আজ রথের রশিতে টানার জন্য শহরের রাজপথ লোকে লোকারন্য হয়ে পড়ে। শুধু হাফলং জগন্নাথ মন্দির থেকেই রথ বেরোয় নি। হাফলং গোবিন্দ মন্দির ও হাফলং গৌড়িয় মঠ থেকে  এদিন রথ বেড় হয়ে শহর পরিক্রমা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.