Header Ads

মায়ান্মারে প্রশিক্ষণপ্রাপ্ত এক আলফা (আই) ক্যডার আটক , অন্য এক ক্যাডারের আত্মসমর্পণ

নয়া ঠাহর ডেস্কঃ

মায়ান্মারে প্রশিক্ষণপ্রাপ্ত  আলফা  (আই)  ক্যাডার ধর্মজিৎ বৈশ্যকে অসম-অরুণাচল সীমান্তের জয়রামপুর থেকে আটক করল আসাম রাইফেলস । গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। ধর্মজিৎ মায়ান্মারের শিবির থেকে পালিয়েছিল। বর্তমানে মরান পুলিশের হেফাজতে সে।

অন্যদিকে, আলফা  (আই) -এর স্বঘোষিত  সার্জেন্ট মেজর সুরজিৎ মারান ওরফে নিরব অসম তিনসুকিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে । পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি ও সেনা মেজর জিতেন্দ্র কুমারের সামনে আত্মসমর্পণ করে সুরজিৎ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.