ওড়িশার পাতকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হার বিজেপির
নয়া ঠাহর প্রতিবেদন : ওড়িশার পাতকুড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বিজু জনতা দল ( বিজেডি) প্রার্থী সাবিত্রী আগরওয়ালা। তিনি হারালেন তাঁর নিকটতম বিজেপি প্রার্থী বিজয় মহাপাত্রকে।
বিজেডি প্রার্থী জেতেন ১৭,৯২০ ভোটের ব্যবধানে । সাবিত্রী আগরওয়ালা পান ৯৬,০১৭ ভোট আর বিজেপি পান ৭৮,০৯৭ ভোট। কংগ্রেস প্রার্থী জয়ন্ত মহান্তি মাত্র ২১০৪ ভোট পেয়ে জামানত খুইয়েছেন ।
এই নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। ওড়িশার রাজনীতিতে বিজয় মহাপাত্র মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের কট্টর বিরোধী বলেই পরিচিত।









কোন মন্তব্য নেই